প্রতিষ্ঠানের ইতিহাস

সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়টি, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন কাউলজানী ইউনিয়নস্থ সুন্না গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে 1968 খ্রিষ্টাব্দে গড়ে তুলেছেন, সু-গভীর জ্ঞানের অধিকারী ও শিক্ষা অনুরাগী এক মহাপুরুষ মরহুম মোঃ আনিসুর রহমান সাহেব (সাবেক চেয়ারম্যান, কাউলজানী ইউনিয়ন পরিষদ) এবং দাতাঃ মরহুম আবুল হাশেম, সুন্না, বাসাইল, টাঙ্গাইল । সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়টির মাঠ, ভবন, পুকুর সহ সর্বমোট 264 শতাংশ ভুমির উপর প্রতিষ্ঠিত হয়েছে ।
সভাপতির বাণী

পড় ! তোমার রবের নামে । যিনি তোমাকে সৃষ্টি করেছেন (সুরা: আলাক-1) । ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে বেগমান ও আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাশসহ বিভিন্ন স্তরের তথ্য প্রযুক্তি যে অবদান রাখছে, তার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকার তথা মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ । দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে সঠিক ইসলামী আদর্শের বুনিয়াদে 1968 খ্রিষ্টাব্দে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় এর শুভ সুচনা করেন । প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আনিছুর রহমান (সাবেক চেয়ারম্যান, কাউলজানী ইউনিয়ন পরিষদ) এবং দাতাঃ মরহুম আবুল হাশেম, সুন্না, বাসাইল, টাঙ্গাইল । আমি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
প্রধান শিক্ষকের বাণী

মানব জাতির সুচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে । আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে । যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজের হিতৈষি ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকায় অবতীর্ণ হন। এমনি ভাবেই দক্ষ অভিজ্ঞ জ্ঞানে সু-গভীর ও শিক্ষা অনুরাগী এক মহাপুরুষ মরহুম মোঃ আনিসুর রহমান সাহেব (সাবেক চেয়ারম্যান, কাউলজানী ইউনিয়ন পরিষদ) ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য আদর্শ ও সুনাগরিক রুপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন কাউলজানী ইউনিয়নস্থ সুন্না গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে 1968 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেছেন সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় । সঠিক ধর্মীয় নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম । দাতাঃ মরহুম আবুল হাশেম, সুন্না, বাসাইল, টাঙ্গাইল । আমি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।